আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে রোহিঙ্গা সন্দেহে গ্রেফতার ৪

ভারতের হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে এক নাবালকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোহিঙ্গা সন্দেহে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে শালিমার রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করে হাওড়ার রেল পুলিশ (জিআরপি)।

Advertisement

গ্রেফতার ব্যক্তিরা হলেন বেগম দিলবার (৩৪), মোহাম্মদ আলম (২৩), রবিউল ইসলাম (১৬) এবং রিয়াসুল ইসলাম (২০)।

আরও পড়ুন>>

স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী বাংলাদেশকে ছাড়াই শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা ‘পরিবর্তিত’ বাংলাদেশ নিয়ে নেতিবাচক ধারণা কেন কলকাতার বাঙালিদের?

হাওড়া জিআরপি সূত্রে জানা গেছে, অনেকদিন আগে মিয়ানমার থেকে তারা বাংলাদেশে এসে কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে ছিলেন। গত বছর কোনো বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং পরে হায়দারাবাদে চলে যান। সেখানে তারা শ্রমিকের কাজ করছিলেন।

Advertisement

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশবিরোধী আন্দোলন শুরু হলে হায়দরাবাদেও তার প্রভাব পড়ে। এ অবস্থায় এই চারজন আবারও বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেন। গত রোববার তারা হাওড়া স্টেশনে পৌঁছান।

স্টেশনে ভিড়ের মধ্যে তাদের চলাফেরা দেখে সন্দেহজনক মনে হলে চারজনকে আটক করে জিআরপি। পরিচয়পত্র দেখতে চাইলে তা তারা দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই রোহিঙ্গা। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না।

গ্রেফতার মোহাম্মদ আলম জানিয়েছেন, মিয়ানমার থেকে পালানোর পর তিনি কক্সবাজারের শরণার্থী শিবিরে ছিলেন। ভারতে কাজের জন্য এসেছিলেন এবং হায়দারাবাদে ছিলেন। তার কাছে কোনো পাসপোর্ট নেই, তবে বাংলাদেশ ও ভারতের রিফিউজি কার্ড রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

ডিডি/কেএএ/