তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
Advertisement
এদিকে ফ্লাইওভার ব্যবহার করে কিছু যানবাহন চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী অধিকাংশ মানুষ। এর আগে বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিংয়ে এসে সড়কপথ ও রেলপথ অবরোধ করে দেন তারা।
সরেজমিন দেখা গেছে, আন্দোলকারীরা মহাখালী রেলক্রসিংয়ের ওপর অবস্থান নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের মধ্যবর্তী স্থানে রেখে চারদিকে পুলিশ সদস্যদের ঘিরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
এতে সাধারণ মানুষকে হেঁটে আন্দোলনরত স্থান পাড়ি দিতে দেখা গেছে। একই সঙ্গে শ্যামলী, ফার্মগেটের দিক থেকে আসা গাড়ি মহাখালী রেলক্রসিংয়ের আগ থেকে ইউটার্ন নিতে দেখা গেছে। ফলে সাধারণ মানুষ দীর্ঘ পথ হেঁটে এসে উঠছেন গাড়িতে। এছাড়া উত্তরাগামী গণপরিবহনগুলোকে ফ্লাইওভার ব্যবহার করতে দেখা যায়।
Advertisement
মহাখালী চেয়ারম্যানবাড়ি থেকে হেঁটে রেলগেটে এসেছেন বেসরকারি চাকরিজীবী শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রতিদিন এত এত আন্দোলনে আমরা অতিষ্ঠ। প্রতিটা দিন এই আন্দোলনের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায়ই কেটে যাচ্ছে। এভাবে কি কোনো দেশ চলতে পারে?
আরও পড়ুন মহাখালীতে ট্রেন আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েনঅন্য এক পথচারী হান্নান শেখ বলেন, মানুষের একটা যৌক্তিক দাবি থাকে, সেটার কারণে আন্দোলন হলে ঠিক আছে। কিন্তু এটা আবার কেমন দাবি তাদের? মন চাইলেই যে কোনো বিষয়ে দাবি জানালাম আর রাস্তায় বসে পড়লাম? এমন হলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো?
রেলগেট সংলগ্ন মিজান নামের এক দোকানদার বলেন, সাড়ে ৩টার পর থেকে আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দিয়েছে। কোনো গাড়ি যেতে দিচ্ছে না। অধিকাংশ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই যাতায়াত করছে।
এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির অংশ হিসেবে এবার মহাখালীর রেললাইন অবরোধ কর্মসূচি ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
Advertisement
এদিন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন।
কেআর/এমআইএইচএস/এএসএম