জাতীয়

হাসিনার নামে ‘রেড নোটিশ’ জারির জন্য ইন্টারপোলকে সরকারের অনুরোধ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে পুলিশ।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, ‘আমরা অনুরোধ করেছি। আশাকরি, শিগগির কোনো প্রতিক্রিয়া পাবো।’

প্রধান উপদেষ্টাকে তিনি জানান, শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে গত জুলাই ও আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ের করা মামলাগুলো পর্যবেক্ষণের জন্য ১০টি বিশেষ দল গঠন করা হয়েছে।

Advertisement

এসময় প্রধান উপদেষ্টা এসব মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে বলেন।

সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ‘রাজধানীতে পুলিশের টহল বাড়ানোয় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এমইউ/এমএএইচ/জেআইএম

Advertisement