রাজধানীর ডেমরা পশ্চিম হাজিনগর ডিঅ্যান্ড ডি খালপাড় এলাকায় অজ্ঞাতপরিচয় এক (৪৯) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক বলেন, আমরা দুপুরের দিকে খবর পেয়ে ডেমরা পশ্চিম হাজিনগর ডিঅ্যান্ড ডি খালপাড় এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনআধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১কুমিল্লায় যুবদল নেতার মরদেহ নিয়ে বিক্ষোভতিনি বলেন, আশপাশে লোকজনের কাছে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement
কাজী আল-আমিন/এমআরএম/জেআইএম