দেশজুড়ে

সরকারের ওপর জনগণের অসন্তোষ বাড়ছে: ব্যারিস্টার খোকন

নানা কারণে অন্তর্বর্তী সরকারের ওপর দিন দিন জনগণের অসন্তোষ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

Advertisement

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি হাইস্কুল মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক আশাভরসা করে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছিল। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ জনগণের নাভিশ্বাস উঠেছে। এখন সরকার ব্যর্থ হলে বিএনপি এবং জনগণও ব্যর্থ হবে।

১৫ বছরের লুটপাটকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, কিছু কিছু দল এখন ভোট হোক তা চাইছে না। সংস্কারের নামে তারা ক্ষমতায় থাকতে চায়। এতে দেশের ক্ষতি হবে। নির্বাচন দেরিতে হলে স্বৈরাচারের দোসররা আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ তাদের কাছে অনেক টাকা আছে। এমনটা হলে সরকারের ওপর মানুষের আস্থা উঠে যাবে।

Advertisement

এসময় সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম