জাগো জবস

সেনাবাহিনীর বিভিন্ন কোরে নিয়োগ বিজ্ঞপ্তি, ২৮ বছরেও আবেদন

বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোরে ‘অফিসার’ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীকোরের নাম: সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোরপদের নাম: ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) এবং ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি)

পদের বিবরণ

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি ও নারী ৫ ফুট ১ ইঞ্চিওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজিবুক: পুরুষের ৩০-৩২ ইঞ্চি, নারীর ২৮-৩০ ইঞ্চি

Advertisement

আরও পড়ুন বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ৩৫ বছরেও আবেদন ১২৬২ অফিসার নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতদেরও আবেদনের সুযোগ

বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনী এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদনকারীকে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন ৬৮৯ জনকে নিয়োগ দেবে টিআইসিআই, এসএসসি পাসেই আবেদন ৯৯৭ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ

লিখিত পরীক্ষা: ০৮ মার্চ ২০২৫সময়: সকাল ০৯টাস্থান: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস।

পরীক্ষার ফলাফল: মার্চ ২০২৫ এর চতুর্থ সপ্তাহে এবং এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট/এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

সূত্র: যুগান্তর, ৩১ জানুয়ারি ২০২৫

এমআইএইচ