দেশজুড়ে

কোস্টগার্ড দেখে পালানোর সময় পানিতে ডুবে মাদক কারবারির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে এক লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ড দেখে পালানোর সময় সমুদ্রে ডুবে আব্দুস সবি (৫০) নামের এক মাদক কারবারি মারা গেছেন। এ সময় মুহাম্মদ তুহিন (২০) নামে একজনকে আটক করা হয়।

Advertisement

নিহত আব্দুস সবি টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গরপাড়া গ্রামের সৈয়দের ছেলে। অপরদিকে তুহিন একই এলাকার মাঝেরপাড়া গ্রামের আব্দুস জব্বারের ছেলে।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে সেটি থামানোর সংকেত দেয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত পাঁচ ইয়াবা কারবারি সমুদ্রে লাফ দেন। এসময় দুজনকে সমুদ্র থেকে উদ্ধার করে। বাকি তিনজন শাহপরী দ্বীপ বেড়িবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বোট থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

Advertisement

উদ্ধার অভিযান শেষে মাদক কারবারি আব্দুস সবিকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কোস্টগার্ডের অভিযানের সময় পালাতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম

Advertisement