বিনোদন

শাকিবের প্রিয়তমা আবারও দেবের নায়িকা

ছোট পর্দা থেকে অভিনয় ক্যারিয়ার শুরু। এরপর বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় পা রাখেন। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত। সুপারহিট এই সিনেমার কল্যাণে ঘুরে গেছে কলকাতার মিষ্টি মেয়ে ইধিকা পালের ভাগ্যের চাকা। তার ক্যারিয়ারের চারপাশে কেবলই বসন্তের হাওয়া বইছে।

Advertisement

ঢাকার সেরা নায়কের সঙ্গে ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই সাফল্য পেয়েছেন। কলকাতার সেরা নায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন নিজের দেশের প্রথম সিনেমায়ও। ‘খাদান’ ছবি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশি ‘প্রিয়তমা’র রেশ কাটিয়ে ইধিকা এখন কলকাতার সবার প্রিয় ‘কিশোরী’ হিসেবেই সমাদৃত হচ্ছেন।

এবার ইধিকার জন্য এলো আরও একটি বড় সুযোগ। দেবের পরবর্তী প্রযোজনা ‘রঘু ডাকাত’ সিনেমা। সেই ছবিতেও দেখা যাবে তাকে।

Advertisement

যদিও চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাননি অভিনেত্রী। তবে ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে ইধিকা বলেন, “এই সুযোগটা হঠাৎই এসেছে। কোনো ধারণা ছিল না। তবে যখন প্রস্তাব আসে, মনে হয় অন্য কেউ থাকলেও এটা মেনে নিতো। দেবদার ‘ড্রিম প্রজেক্ট’ হতে চলেছে এই ছবি। আর আমাকে সেই ছবিতে ভেবেছেন এটা সত্যিই অনেক বড় আনন্দের আমার জন্য।”

‘রঘু ডাকাত’ ছবিতে ইধিকা ছাড়াও সোহিনী সরকারও অভিনয় করবেন। দেবের সঙ্গে প্রথমবার কাজ করতে গিয়ে সোহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার কথা শেয়ার করেন ইধিকা। শুটিংয়ের সময় যখন আসবে, তখন আরও অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হবে বলে আশা করছেন তিনি।

‘রঘু ডাকাত’ ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

এলআইএ/এমএস

Advertisement