মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় জাবেদ শাহীন চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) মালের সিনামালে সেতুর লেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।
Advertisement
মালদ্বীপ পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৮টা ১৯ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৯টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের ২ বছরের কারাদণ্ড মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কতাপুলিশ আরও জানিয়েছে, সেতুতে সোলার প্যানেল স্থাপনের কাজ চলছিল। এ সময় ওই বাংলাদেশির মোটরসাইকেল সেতুতে ধাক্কা দিলে দুর্ঘটনায় পড়েন। ঘটনার তদন্ত চলছে। শাহীনের দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
Advertisement
এমআরএম/এমএস