একুশে বইমেলা

আসছে অধ্যাপক মামুনের ‘সবুজ ঘাস ও গো-খাদ্য ব্যবস্থাপনা’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বই ‘সবুজ ঘাস ও গো-খাদ্য ব্যবস্থাপনা’। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন।

Advertisement

প্রকাশক জানান, বইটি মেলায় এশিয়া পাবলিকেশনের স্টলে পাওয়া যাবে। এরই মধ্যে ২৫% ছাড়ে বইটি রকমারিতে প্রি-অর্ডার শুরু হয়েছে। বইটির মলাট মূল্য ৩০০ টাকা।

বইটিতে গবাদিপশুর জন্য সবুজ ঘাসের উপকারিতা, প্রকারভেদ, চাষের বিজ্ঞানসম্মত পদ্ধতি, সমস্যাবলি, সমাধানের উপায়, সংরক্ষণ পদ্ধতি এবং খাওয়ানোর নিয়মাবলি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন জিওগ্রাফিকা: জ্ঞানের দিগন্তে সহযাত্রী ২০২৪ সালের আলোচিত-সমালোচিত বই

অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন বলেন, ‘বাংলাদেশের খামারিরা স্বল্প এবং বৃহৎ পরিসরে সবুজ ঘাসের চাষ করলেও সঠিক জ্ঞানের অভাবে গুণগত মান বজায় থাকে না। যা গবাদিপশুর উৎপাদন বৃদ্ধিতে অন্তরায় হিসেবে কাজ করে। বইটিতে খামারিদের এসব ভুল ধারণা ভাঙিয়ে ঘাস চাষের সঠিক পদ্ধতি বর্ণনা করা হয়েছে।’

Advertisement

অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক শেষ করেন এবং গোল্ড মেডেল লাভ করেন। ২০০০ সালে একই বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল নিউট্রিশন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

তিনি দেশ-বিদেশের বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত। তরুণ এ বিজ্ঞানী ‘বেস্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড’, ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড’সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

এসইউ/এএসএম

Advertisement