একুশে বইমেলা

প্রকাশিত হলো মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ’

প্রকাশিত হলো লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের প্রবন্ধগ্রন্থ ‘চিত্রকলার জগৎ’। বইটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। বইটি প্রবন্ধ শাখায় ‘অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪’ পেয়েছে।

Advertisement

বইটি সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, ‘চিত্রকলার প্রতি আমার আগ্রহ বহুদিনের। আমি শিল্পবোদ্ধা নই। ভালোবাসা থেকে চিত্রকলা নিয়ে লিখি ও পড়ি। কোনো এক্সিবিশন হলে আগ্রহ নিয়ে দেখতে যাই। এ গ্রন্থে চিত্রকলা বিষয়ক ১৩টি প্রবন্ধ আছে।’

তিনি বলেন, ‘প্রবন্ধগুলোতে আমি শিল্প ও শিল্পীর নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। এ গ্রন্থে যেমন রয়েছে ভ্যান গঘ, সালভাদর দালি, পিকাসোর মতো বহুল পরিচিত ও প্রতিষ্ঠিত শিল্পীরা; তেমনই আছে বাংলার চিত্রশিল্পীদের নিয়ে আলোচনা। আশা করি লেখাগুলো পাঠকদের ভালো লাগবে।’

আরও পড়ুন ‘প্রিয় ধান’ নিয়ে এসেছে ‘দেয়াঙ’ প্রকাশিত হলো মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’

‘চিত্রকলার জগৎ’ বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটি অনুপ্রাণন ডটকম এবং রকমারি থেকে কেনা যাবে। বইমেলায় প্রকাশনীর স্টলেও পাওয়া যাবে।

Advertisement

মুহাম্মদ ফরিদ হাসান একযুগের বেশি সময় সাহিত্যচর্চায় নিবেদিত। ভারত ও বাংলাদেশ মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ ২৮টি। ছোটকাগজ ও জাতীয় পত্রিকায় প্রকাশিত লেখা চার শতাধিক।

তিনি সেন্টার ফর হিস্ট্রি অ্যান্ড কালচারাল রিসার্চের প্রতিষ্ঠাতা এবং কলকাতার পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের আজীবন সদস্য। পেশাগত জীবনে একযুগ ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। বর্তমানে দৈনিক শপথের নির্বাহী সম্পাদক।

সাহিত্যচর্চার জন্য তিনি ‘চাঁদপুর সাহিত্য একাডেমি পুরস্কার’, ‘দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার’, ‘ছায়াবাণী কৃতী লেখক সম্মাননা’, ‘চাঁদপুর কণ্ঠ লেখক সম্মাননা’, ‘হাজীগঞ্জ ফোরাম সাহিত্য সম্মাননা’ এবং ‘মুন্সীগঞ্জ লেখক পরিষদ গুণীজন সম্মাননা’ পেয়েছেন।

এসইউ/এএসএম

Advertisement