একুশে বইমেলা

আসছে রাব্বি হোসেনের উপন্যাস ‘মিয়া বাড়ির উঠান’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক রাব্বি হোসেনের উপন্যাস ‘মিয়া বাড়ির উঠান’। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কলকাতার প্রচ্ছদশিল্পী সুপ্রসন্ন কুণ্ডু।

Advertisement

প্রকাশক জানান, ‘মিয়া বাড়ির উঠান’ উপন্যাসটি রাব্বি হোসেনের ৪র্থ বই। এক তরুণীর অস্তিত্ব খুঁজে ফেরার গল্প। এটি বইমেলায় ঘাসফুলের স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে ৩৩০ টাকা।

আরও পড়ুন

প্রকাশিত হলো এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস আসছে কিঙ্কর আহ্সানের ভ্রমণকাহিনি ‘আরব’

লেখক রাব্বি হোসেন বলেন, ‘মানুষ সবচেয়ে বেশি নিজেকে যে প্রশ্নটি করে—‘সে কে? কোথা থেকে এসেছে আর কোথায় যাবে?’ এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কেটে যায় এক জীবন। মিয়া বাড়ির উঠান তেমনই এক ঘোর লাগা প্রশ্নের গল্প। আশা করছি গল্পটি পাঠকের হৃদয়কে নাড়া দেবে।’

Advertisement

রাব্বি হোসেন ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত। ঘাসফুল থেকে প্রকাশিত তার বইসমূহ—‘স্মৃতির রুমাল’, ‘নিশিদিন’ এবং ‘মেহু’। উপন্যাসগুলো পাঠকের মাঝে বেশ সাড়া ফেলে।

এসইউ/এমএস