ফিচার

তুলির আঁচড়ে স্বপ্ন বুনছেন সারিয়া

সানজানা রহমান যুথী

Advertisement

রং আর তুলির সংমিশ্রণে যেন এক জাদুকরী পৃথিবীর দরজা খুলে যায়। সাদা ক্যানভাসে যখন রঙের ছোঁয়া পড়ে, তখন সেখানে জন্ম নেয় গল্প, অনুভূতি আর জীবনের প্রতিচ্ছবি। একটুখানি রঙের আঁচড় যেন বাস্তবতা আর কল্পনার সেতুবন্ধন গড়ে তোলে। সেই সেতুবন্ধনের কারিগরদের একজন সারিয়া, যিনি নিজের রং-তুলির মাধ্যমে গড়ে তুলেছেন শিল্পের এক আলাদা জগৎ।

ভোলার হাজারীগঞ্জ গ্রামে বেড়ে ওঠা সারিয়ার শৈশব কেটেছে প্রকৃতির সান্নিধ্যে। ছোটবেলা থেকেই তিনি রং-তুলির প্রতি এক অদ্ভুত ভালোবাসা অনুভব করতেন। গ্রামের সরল জীবনে ছবি আঁকা প্রাধান্য না পেলেও তার মধ্যে ছিল এক গভীর টান। সারিয়া বলেন, আমি যা দেখতাম, তাই আঁকতে চাইতাম। বইয়ের ভেতর কবিতা বা গল্পের পাশে যে ছবি থাকে ওগুলো দেখে দেখে আঁকতাম।

পরীক্ষা শেষ হলেই মনে হতো, এবার নিশ্চিন্তে ছবি আঁকতে পারব। ছোটবেলার প্রতিটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হতাম। কিন্তু পড়াশোনার চাপ আর সুযোগের অভাবে অনেক দিন রং-তুলি হাতে নেওয়া হয়নি।

Advertisement

তবে প্রতিভা কখনো হারিয়ে যায় না। সরকারি তিতুমীর কলেজে পদার্থবিজ্ঞানে ভর্তি হওয়ার পর তিনি কলেজের আর্ট ক্লাবের সঙ্গে যুক্ত হন। এখানেই তার শিল্পী হয়ে ওঠার পথচলা আবার শুরু হয়। বয়োজ্যেষ্ঠদের অনুপ্রেরণায় তিনি ২০২২ সালে ‘মাহফুজ ক্যানভাস প্রেজেন্টস শিল্প বাংলা আর্ট এক্সিবিশন’-এ তার চিত্রকর্ম ‘ডুব’ প্রদর্শন করেন। সেখানেই শুরু হয় তার কাজের প্রশংসা আর স্বীকৃতি।

এরপর একে একে তার ঝুলিতে যুক্ত হয় সাফল্যের পালক। ‘তিতুমীর আর্ট ক্লাব ২০২৩’-এ তার চিত্রকর্ম ‘দারিদ্রতা’ প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে ‘একোজ অব আর্থ ইন্টারন্যাশনাল গ্রুপ আর্ট এক্সিবিশন ২০২৪’-এও তার কাজ প্রশংসিত হয়। ‘বার্জার প্রেজেন্টস আনওয়াইন্ড মাইন্ড ২০২৪’-এ তার শিল্পকর্ম ‘ওয়েট অব দ্য ইনভিজিবল’ শীর্ষ ২০ জনের মধ্যে স্থান পায় এবং তিনি ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ অর্জন করেন।

সারিয়া মূলত অ্যাক্রেলিক রঙে কাজ করতে ভালোবাসেন। তিনি বাস্তবধর্মী প্রতিকৃতি আঁকতে পছন্দ করেন। ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে চাইলে সারিয়া বলেন, ‘আমি চাই আমার চিত্র বিশ্বজুড়ে পরিচিত হোক। আন্তর্জাতিক প্রদর্শনীতে আমার চিত্রকর্ম স্থান পাক। রঙের এই যাত্রাই আমার জীবন।’

আরও পড়ুন ২০২৪ সালে নারীদের যত গিনেস রেকর্ড  আবার দেখা যদি হলো, প্রাণের মাঝে আয় 

লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ

Advertisement

কেএসকে/জিকেএস