ছাত্রীদের আবাসন সংকট দূরীকরণ ও ছাত্রদের হলের জরাজীর্ণ ভবন পুনর্নির্মাণের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
Advertisement
রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন কর্মসূচির মাধ্যমে হলসমূহের আবাসন সংকট নিয়ে আশু সমাধান দাবি করেছেন। পতিত ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পরে বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে হলের সিট বরাদ্দ দেওয়া হয়।
ছাত্রীদের সমস্যার কথা উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, হলসমূহে পর্যাপ্ত সিট না থাকার কারণে এখনো অনেক ছাত্রীকে দ্বিতীয় বর্ষ সম্পন্ন করার পরেও হয় হলের গণরুমের অথবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মেস ও হোস্টেলে রুম ভাড়া করে থাকতে হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি বর্তমানে ঢাকা শহরের পরিবেশের প্রেক্ষাপটে বলাই বাহুল্য।
Advertisement
স্মারকলিপিতে বলা হয়, বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টারদা সূর্যসেন হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনসমূহের জরাজীর্ণ অবস্থা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজরে এসেছে। ছাত্রদল একটি সত্যিকারের উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও আদর্শ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে। আর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ আবাসিক ও সর্বোত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
নেতারা জানান, একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে উত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের প্রথম শর্ত হলো শিক্ষার্থীদের খাদ্য ও আবাসনের কোনরূপ সংকট না থাকা। তাই শিক্ষার্থীরা আবাসিক হলসমূহের সংস্কার ও পুনর্নির্মাণের যে দাবি জানিয়েছেন তার সঙ্গে ছাত্রদল সম্পূর্ণরূপে একমত পোষণ করছে। আশা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসন সংকটের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। অতি দ্রুত সব রকমের আধুনিক সুবিধাসহ টেকসই আবাসিক ভবন নির্মাণ করবেন। তার পাশাপাশি আবাসিক ছাত্রদের জানমালের নিরাপত্তা বিবেচনায় জরাজীর্ণ ভবনসমূহ অতি দ্রুত সংস্কারে পদক্ষেপ গ্রহণ করবেন।
এমএইচএ/এসআইটি/জিকেএস
Advertisement