দেশজুড়ে

রাতে ডেকে নিয়ে যাওয়ার পর সকালে মিললো নাক-কান কাটা মরদেহ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের বোরো জমি থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ৷

পুলিশ জানায়, শনিবার রাতে দুইজন লোক মনির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়ি না ফেরায় সকালে পরিবার ও গ্রামের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে উপজেলার উকারগাঁও গ্রামের বোরো জমিতে নাক-কান কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷

Advertisement

লিপসন আহমেদ/এএইচ/জিকেএস