পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইকবাল খান জানিয়েছেন, পাকিস্তানিরা এখন থেকে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবেন। ঢাকা ভিসার শর্ত শিথিল করায় এমন সুবিধা পাবেন পাকিস্তানের নাগরিকরা।
Advertisement
রোববার (১২ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) পরিদর্শনকালে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কথা বলেন।
পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষ ভালো সম্পর্ক চায় বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত মোহাম্মাদ ইকবাল খান।
Advertisement
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পক বৃদ্ধির ক্ষেত্রে এলসিসিআই ভূমিকার রাখতে পারে বলে উল্লেখ করে মোহাম্মাদ ইকবাল ঢাকা ও ইসলামাবাদের মধ্যে অর্থনেতিক সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান।
অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে।
গত মাসে মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ সম্মেলনকালে সাইডলাইনে মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠক। এ সময় তারা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেন।
এমএসএম
Advertisement