সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
Advertisement
রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে কালুখালী জংশন স্টেশনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
এসময় তারা কালুখালী জংশন দিয়ে চলাচলকারী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবিতে বিক্ষোভ করে। পরে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস স্টেশনে থামিয়ে দাবি তুলে ধরেন।
মানববন্ধনে রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, স্থানীয় জিল্লুর রহমান, জাকির হোসেনসহ এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Advertisement
পদ্মা সেতু হয়ে চলাচল করা ট্রেন দুটির মধ্যে সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী ও পাংশা স্টেশনে বিরতি দেয়। ট্রেন দুটির উদ্বোধনের পর থেকে কালুখালী স্টেশনে বিরতির দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।
রুবেলুর রহমান/এএইচ/জিকেএস