জাতীয়

সাগর-রুনি হত্যা মামলা : জামিনে মুক্ত তানভীর রহমান

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমান (৩০) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান।কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, উচ্চ আদালতের তার জামিনের কাগজপত্র বুধবার রাত সাড়ে সাতটার দিকে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।সাগর-রুনি খুনের ঘটনায় শেরেবাংলা থানার মামলায় ২০১২ সালের ১০ অক্টোবর গ্রেফতার হন তানভীর। পরে আদালতের মাধ্যমে তাকে ঐ বছরের ১৭ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে ২০ অক্টোবর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

Advertisement