স্বাস্থ্য

নবজাতকদের কিডনি রোগ প্রাথমিক অবস্থায় প্রতিরোধ সম্ভব

জন্মের পরে নবজাতকদের এমন কিছু কিডনি রোগ হতে পারে যেগুলো প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করা সম্ভব। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও বিশ্ব কিডনি দিবস-২০১৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম।তিনি বলেন, দেশের জনগোষ্ঠির বিশাল একটি অংশ হল শিশু। তারাই হল আগামীর ভবিষ্যত। তাই শিশুদের কিডনি রোগ প্রতিরোধের মাধ্যমে আগামী দিনের নাগরিকদের সুস্বাস্থ্য উপহার দেয়া যাবে। জন্মের পরে শিশুদের এমন কিছু কিডনি রোগ হতে পারে যেগুলো প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করা সম্ভব।রফিকুল আলম বলেন, শতকারা ৮৫ শতাংশ ক্ষেত্রে কিডনির কর্মক্ষমতা নষ্ট না হওয়া পর্যন্ত রোগীরা বুঝতে পারে না যে সে কিডনি রোগে আক্রান্ত। তাই এই নিরব ঘাতক থেকে বাঁচার প্রধান উপায় প্রতিরোধ।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পেড্রিয়াটিক নেফ্রোলোজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ক্যাম্পাসের সভাপতি অধ্যাপক এম এ সামাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের অধ্যাপক  আছিয়া খানম প্রমুখ।‘শিশুদের কিডনি রোগ, শুরুতেই প্রতিরোধ’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১০ মার্চ (বৃহস্পতিবার) পালিত হবে বিশ্ব কিডনি দিবস ২০১৬।এএস/একে/এবিএস

Advertisement