তথ্যপ্রযুক্তি

শর্টস ভিডিওতে ওয়াটারমার্ক যুক্ত করছে ইউটিউব

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো টিকটক। বিগত কয়েক বছর ধরেই তালিকার শীর্ষে অবস্থান করছে এই সাইটটি। মূলত শর্ট ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে টিকটক।

Advertisement

যে জনপ্রিয়তার কারণে গ্রাহক হারিয়েছে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো। বিশ্বের আরেক সোশ্যাল মিডিয়া সাইট ইউটিউব টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউটিউব শর্টস চালু করেছিল। টিকটকের মতোই শর্ট ভিডিও তৈরি ও শেয়ার করা যায় ইউটিউব শর্টসে।

সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে প্রদর্শনের সুযোগ থাকায় অল্পদিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ফিচারটি। তবে টিকটককে দূরে সরাতে পারেনি সাইটটি। অনেকে ইউটিউব ব্যবহারকারী নিজেদের শর্টস ভিডিও টিকটকে শেয়ার করেন। ফলে লাভের লাভ হচ্ছে সেই টিকটকের।

তাই এবার এই সমস্যা সমাধানে কিছুটা কঠোর হচ্ছে ইউটিউব। শর্টস ভিডিও ডাউনলোড করতে গেলেই ভিডিওতে ওয়াটারমার্ক (লোগো, বার্তা, চিহ্ন) যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওগুলো ভালোভাবে দেখা যাবে না। শুধু তাই নয়, ভিডিওগুলো টিকটকে প্রদর্শন করলেও ইউটিউবের লোগো, বার্তা বা ছবি দেখা যাবে। ফলে খুব সহজেই টিকটক ব্যবহারকারীরা বুঝতে পারবেন ভিডিওটি ইউটিউব শর্টসের।

Advertisement

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউটিউব ডেস্কটপ সংস্করণে ভিডিও ওয়াটারমার্ক যুক্ত করা হবে। ফলে অন্য প্ল্যাটফর্মে প্রচার হলেও সবাই জানতে পারবেন, ভিডিওটি প্রথমে ইউটিউবে প্রদর্শন করা হয়েছে। ফলে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউবে প্রবেশ করবেন তারা।

সূত্র: টেকক্রাঞ্চ

কেএসকে/জেআইএম

Advertisement