দেশজুড়ে

মৃত শাশুড়িকে দেখতে গিয়ে প্রাণ গেলো মা-ছেলের

মৃত শাশুড়িকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনা মা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

নিহতরা হলেন, রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা ছরারকুল এলাকার মাস্টার শফিউল আলমের মেয়ে আইরিন নিগার আকাশী (৩৩) ও তার ছয় মাসের শিশু মো. আরহাম।

এর আগে রোববার সন্ধ্যায় আইরিন নিগারের শাশুড়ি মারা যান। তাকে দেখতে রাতের বাসে ভাইকে নিয়ে সন্তানসহ চট্টগ্রামের আনোয়ারা যাচ্ছিলেন আইরিন। কিন্তু চকরিয়ায় বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মা-ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের বাসটি উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান চালকের পেছন সিটে বসা আইরিন নিগার। আহত হয় আইরিনের ৬ মাসের শিশু আরহামসহ ১৫ জন। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবরাহাম মারা যান।

Advertisement

আইরিনের এক নিকটাত্মীয়রা জানান, বিয়ের পরও চাকরির খাতিরে আইরিন নিগার আকাশী বাবার বাড়িতে থাকতেন। ৯ ফেব্রুয়ারি নিগারের বাবা মাস্টার শফিউল আলম মারা যান। এর আগে ২০১৪ সালের ১৯ রমজান নিগারের মা রেবেকা জান্নাত রেখা চেইন্দা কাইম্মারঘোনা এলাকায় গাড়িচাপায় মারা যান। অবশেষে শাশুড়িকে মৃত দেখতে গিয়ে সন্তানসহ কবরের বাসিন্দা হলো সে।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়। খবর পেয়েছি বাসটির চালক ফোনে কথা বলেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

Advertisement