সোশ্যাল মিডিয়া

‘আবরার ফাহাদ হত্যায় ফাঁসির আসামি জেল থেকে পালিয়েছে’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন বলে জানিয়েছেন আবরারের ভাই ফাইয়াজ। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। বিষয়টি আদালত ও বাদীপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেছেন আবরার ফাইয়াজ।

আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজ, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি তখন।’

আরও পড়ুন

Advertisement

ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ, রায় যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ট্যাগে নির্যাতনের শিকার ৮০% শিক্ষার্থী আবরারের জন্মদিনে শাবিপ্রবিতে প্রদর্শিত হলো ‘রুম নম্বর ২০১১’

তিনি লিখেছেন, ‘ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে! পালানোর পরও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও ৩ জন পলাতক।’

পোস্টের একেবারে শেষে আবরার ফাইয়াজ আসামির নাম-পরিচয়ও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘মুনতাসির আল জেমি। পিতা- আব্দুল মজিদ। মাতা- জোসনা বেগম। ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।’

এএএইচ/ইএ

Advertisement