জাতীয়

বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজে সেনাপ্রধান

সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫ এর সমাপনী কুচকাওয়াজ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Advertisement

আইএসপিআর জানায়, গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পে দেশের ৫১টি স্কুল, ২০৬টি কলেজ এবং ২২টি বিশ্ববিদ্যালয় থেকে সেনা, নৌ ও বিমান শাখার মোট ৭০৭ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এবারের কেন্দ্রীয় ক্যাম্পে সুন্দরবন রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং মহাস্থান রেজিমেন্ট রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ক্যাম্পিং আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।

সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের মধ্যে তার স্বাগত ভাষণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সব বীর মুক্তিযোদ্ধা এবং গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে সব ছাত্র জনতার আত্মত্যাগকে।

Advertisement

সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার প্রত্যেক সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক; সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; বিএনসিসির অফিসার এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

টিটি/এমআইএইচএস/এমএস

Advertisement