সাহিত্য

জাগো নিউজের ঈদ সংখ্যা পাওয়া যাচ্ছে অথবা ডটকমে

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের ঈদ সংখ্যার প্রিন্ট সংস্করণ এখন পাওয়া যাচ্ছে অনলাইন মার্কেট প্লেস অথবা ডটকমে। ৩০৪ পৃষ্ঠার এ ঈদ সংখ্যার দাম মাত্র ১৫০ টাকা।

Advertisement

ষষ্ঠবারের মত ঈদ সংখ্যা প্রকাশ করেছে পোর্টালটি। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, সাক্ষাৎকার, খেলাধুলা, ভ্রমণ, বিনোদন- বিষয়বৈচিত্র্যে অনন্য এ সংখ্যা। দেশের গুণী লেখকরা তাদের মেধা, মনন, শ্রমে সেরা লেখাটি দিয়ে সমৃদ্ধ করেছেন সংখ্যাটি।

জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হকের তত্ত্বাবধানে ঈদ সংখ্যা সম্পাদনা করেছেন ড. হারুন রশীদ। ধ্রুব এষ’র প্রচ্ছদে উত্তম সেন ও ইসমাত জেরিন তৃষার অলঙ্করণে চাররঙা ঈদ সংখ্যাটি পাঠকে আকৃষ্ট করবে।

জাগো নিউজের ঈদ সংখ্যায় লিখেছেন দেশের নবীন-প্রবীণ কবি-লেখকরা। এছাড়া পাঠকের চাহিদা পূরণে রয়েছে নানা আয়োজন। ঈদ সংখ্যা সংগ্রহ করতে পারবেন অথবা ডটকমের মাধ্যমে।

Advertisement

ঈদ সংখ্যা প্রকাশের ব্যাপারে জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক বলেন, ‘গত ঈদে করোনা মহামারির কারণে ঈদ সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি। এবার খুব কম সময়ে অনেক পরিশ্রম করে ঈদ সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। জাগো নিউজের পাঠকের কথা চিন্তা করে অনলাইনে বিপণনের ব্যবস্থা করা হয়েছে।’

জাগো নিউজের সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ বলেন, ‘জাগো নিউজের ঈদ সংখ্যা কষ্টের ফসল, আনন্দের উৎস। ষষ্ঠবারের মতো ঈদ সংখ্যা সম্পাদনা করতে পেরে গর্বিত বোধ করছি। ঈদ সংখ্যাটি পাঠকের সংগ্রহকে সমৃদ্ধ করবে বলে আশা রাখি।’

এসইউ/এমকেএইচ

Advertisement