দেশজুড়ে

জজের স্ত্রীর ফোন চুরি, কারিশমা দেখাল পুলিশ

চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খানের বাসভবনে চুরির ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে চোর শানাক্তসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার ভোরে শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে জেলা ও দায়রা জজের বাসভবনে জানালা দিয়ে মশারি কেটে তার স্ত্রীর মোবাইল ফোন নিয়ে যায় চোর। একই সময় পাশের বাসা থেকে চুরি হয় একটি মোবাইল ও ল্যাপটপ।

এই ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে রাত ৯টায় পুলিশ ওই এলাকার বিভিন্ন বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে। পুলিশ শহরের কুলিবাগান এলাকার জীবন শেখের (২২) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় জীবনের ঘর থেকে চুরির সময় পরিহিত তার কাপড় ও জেলা জজের স্ত্রীর মোবাইল ফোন উদ্ধার করে।

তবে জীবনকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জীবনের বাসা থেকে ছলেমা বেগম নামে এক নারীকে থানায় নিয়ে আসে।

Advertisement

ইকরাম চৌধুরী/এফএ/পিআর