দেশজুড়ে

বিআরটিসি বাস চালুর প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কে কর্মবিরতি

বিআরটিসির বাস চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ শহরের পৌর বিপণীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে নেতৃবৃন্দ এ কর্মবিরতির ঘোষণা দেন।

Advertisement

সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক বলেন, বিগত ৫০ বছর ধরে সিলেট-সুনামগঞ্জ সড়কে আমরা যাত্রী সেবা দিয়ে আসছি। ইতিমধ্যে আমরা আমাদের বাসের মানও উন্নত করেছি। আমাদের সঙ্গে আলোচনা না করেই অভ্যন্তরীণ সড়কে বিআরটিসি বাস চলাচলের উদ্যেগ নেয়া হয়েছে। এই সড়কে বিআরটিসি বাস চলাচলের কারণে মালিক-শ্রমিকদের অনেক ক্ষতি হবে। আমরা এর প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে কর্মবিরতির ঘোষণা করেছি। আমাদের দাবি বিআরটিসির বাস চলাচল বন্ধ করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে।

এর আগে রোববার রাতে সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিআরটিসি বাস চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির অত্যাধুনিক বাস সার্ভিস উদ্বোধন করা হবে।

মোসাইদ রাহাত/আরএআর/জেআইএম

Advertisement