রাজধানীর হাজারীবাগে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা শ্রীমঙ্গল থেকে চা-পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে ঢাকায় আসার পর তাদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মনির (৪৫) ও গিয়াস (৩৩)।
Advertisement
সোমবার (২০ মে) ভোর পৌনে চারটার দিকে হাজারীবাগের মধুসিটির সামনে এ ঘটনা ঘটে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্তত ৮-৯ টন চা-পাতাসহ কাভার্ডভ্যানটি ছিনতাই করে ঢাকায় নিয়ে আসা হয়। কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। পরে র্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে ছিনতাইকারী চক্রের দুই সদস্য মারা যান।
এ সময় র্যাবের দুইজন সহকারী উপ-পরিদর্শকও (এএসআই) আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
Advertisement
র্যাব আরও জানায়, নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের নাম জানা গেছে। ঘটনাস্থল থেকে চা-পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ড ভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল পুলিশের বরাত দিয়ে র্যাব জানায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। সে প্রায়ই চা-পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে যেত। নিহত চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেত। ধারণা করা হচ্ছে ছিনতাইকৃত কাভার্ডভ্যানটি পুরান ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
এআর/এমএমজেড
Advertisement