একুশে বইমেলা

সুমন মাহমুদের কিলিক কিলিক মেঘের ঝিলিক

ছড়াকার সুমন মাহমুদের ছড়ার বই ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’। বনলতা সরকার-এর প্রচ্ছদ ও অলঙ্করণে বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন। শিশুতোষ বাইশটি ছড়া নিয়ে সাজানো হয়েছে।

Advertisement

‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ ছড়ার বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ সোহরাওয়ার্দী উদ্যানে অর্জন প্রকাশন-এর ৫৫৭ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়া ঘরে বসে রকমারি ডটকম এর সাহায্যে সংগ্রহ করা যাবে। এর মূল্য রাখা হয়েছে ১২০ টাকা।

বইটি শিশুদের নির্মল ভালো লাগার আবেশ তৈরি করবে। ছন্দের সুনিপুণ দোলা এ বইটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। শিশুদের পাশাপাশি বড়দেরও ভালো লাগা তৈরি করবে।

ছড়াকার সুমন মাহমুদ বলেন, ‘যারা সুকুমার রায়ের পর আর ভালো ছড়া লেখা হচ্ছে না বলে মনে করেন, তারা এ বইটি একবার পড়ে দেখতে পারেন। সেই ভুল বিশ্বাস থেকে বেরিয়ে নিজেই মুগ্ধতার প্রকাশ ঘটাবেন বলে আমার বিশ্বাস।’

Advertisement

সুমন মাহমুদ দীর্ঘদিন ধরে ছড়া চর্চা করে আসছেন। ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ ছড়াকারের দ্বিতীয় ছড়ার বই। এর আগে ২০১৬ সালে ‘টাপুর টুপুর টুপ’ শিরোনামে তার প্রথম ছড়ার বই প্রকাশিত হয়। প্রকাশ করে প্ল্যাটফর্ম।

এমএবি/আরআইপি