আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের বিতর্কিত এফ-৩৫বি বিমান বিধ্বস্ত হয়েছে। মেরিন সেনা বাহিনীর ব্যবহৃত বিমানের মধ্যে সর্বাধুনিক বিমান এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার। সবচেয়ে উন্নত প্রযুক্তির এফ-৩৫ স্টিলথ বিমান বিধ্বস্তের এটাই প্রথম কোনো ঘটনা।

Advertisement

শুক্রবার মেরিন কর্প এয়ার স্টেশন বিফোর্টের কাছে সাউথ ক্যারোলিনার বিফোর্ট কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনার তদন্ত চলছে।

তবে দুর্ঘটনার পর বিমান থেকে নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। এক সেনা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তিনি বড় ধরনের কোন আঘাত পাননি।

এক বিবৃতিতে ওই দুর্ঘটনার কথা স্বীকার করে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পাইলটের কোন ক্ষতি হয়নি। এক সিট বিশিষ্ট বিমানটি থেকে তিনি নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় বেসামরিক কেউ হতাহত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

Advertisement

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি মেরিন ফাইটার অ্যাটাক ট্রেনিং স্কুয়াড্রোন ৫০১য়ের। বিমানটি কিভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করা হচ্ছে।

টিটিএন/এমএস