দেশজুড়ে

সাভারে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারের পৃথক স্থান থেকে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি, সিংগাইর রোড ও আশুলিয়ার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় লেগুনা পারকিং করা নিয়ে আসলাম (৪৫) নামে এক লেগুনার ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মালিক জুয়েল ও রুবেল। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর থেকে হত্যাকারী পলাতক রয়েছে। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ।

এদিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার জনৈক একলাস মিয়ার বাড়ি থেকে পারভীন আক্তার (২২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে পারভীনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা সাভার মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। পারভীন হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিল।

Advertisement

অন্যদিকে হেমায়েতপুরের সিংগাইর রোড এলাকা থেকে আব্দুর রহীম নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাস্তা পার হওয়ার সময় একটি অটো রিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি সিংগাইর রোড এলাকার ডেকো এক্সসেরিজ লিমিটেড কর্মরত ছিলেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, নিরিবিলি এলাকার ড্রাইভারকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আল-মামুন/আরএ/জেআইএম

Advertisement