ইরাকের কারবালার অধিবাসী দৃষ্টি প্রতিবন্ধী হুসাইন সারহান ইয়াসারি। তিনি কোনো কিছুই দেখতে পান না। অলৌকিক ব্যাপার হলো তিনি শুধুমাত্র পবিত্র গ্রন্থ কুরআনের আয়াতসমূহ দেখতে পান।
Advertisement
দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ৫৩ বছর বয়সী হুসাইন সারহান ইয়াসারি পবিত্র কুরআনুল কারিমের আয়াতসমূহ অলৌকিকভাবে দেখে দেখে তা তেলাওয়াত করতে পারেন। এটা মহান রবের এক অফুরন্ত রহমত।
হুসাইন সারহান ইয়াসারি ২০০৪ সাল থেকে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাতে থাকেন। অল্প কয়েক মাসের ব্যবধানে তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যান। কোনো কিছুই দেখতে পান না।
মহান আল্লাহ তাআলার অমূল্য নেয়ামত দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও অলৌকিকভাবে পবিত্র কুরআনের আয়াতসমূহ দেখতে পান এবং কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ১ পারা কুরআন তেলাওয়াত করতে পারেন।
Advertisement
আরও পড়ুন > নারীদের কুরআন প্রতিযোগিতায় অন্ধ মারিয়ামের সাফল্য
উল্লেখ্য যে, হুসাইন সারহান ইয়াসারি ইরাকের কারবালাস্থ ইমাম মাহদি কুরআনিক ইন্সটিটিউটের আওতাধীন একটি দারুল কুরআন প্রকল্পের পরিচালিক হিসেবে নিয়োজিত রয়েছেন। কুরআনের তেলাওয়াত সংক্রান্ত আহকাম ও নিয়ম-কানুন পর্যালোচনায় অন্ধত্ব তার কোনো বাধার কারণ হয়নি।
তিনি কারবালার পশ্চিমাঞ্চলের আল-হুর্র আস-সাগির অঞ্চলে পবিত্র কুরআনের দক্ষ শিক্ষক হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন।
কুরআন তেলাওয়াতে দেখতে পারা দৃষ্টিপ্রতিবন্ধী হুসাইন সারহান ইয়াসারির প্রতি মহান প্রভূর বিশেষ অনুগ্রহ।
Advertisement
এমএমএস/জেআইএম