ক্যাম্পাস

শীর্ষ সন্ত্রাসীদের জামিনের জন্য আসিফ নজরুল দায়ী: ইনকিলাব মঞ্চ

বিএনপি-জামায়াতের শাসনামলে ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে দায়ী করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী হিসেবে বা টপ টেরর হিসেবে ঘোষিত ছিল ২০০১ সালে, বিএনপি-জামায়াত সরকার যাদের টপ টেরর হিসেবে ঘোষণা করেছিল তেমন অন্তত এক ডজন সন্ত্রাসী গত কয়েকদিনে জামিনে মুক্তি পেয়েছে। অনেকে বিদেশ থেকে ফিরে চাঁদাবাজি শুরু করেছে। হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন, কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চু হেলাল, খন্দকার নাইম আহমেদ ওরফে লিটন, রাজারবাগ এলাকার ২২টি হত্যা মামলার আসামি সুইডেন আসলাম। এরা প্রত্যেকে কীভাবে জামিনে মুক্ত হয়েছে তা আমরা জানতে চাই।

আরও পড়ুন দুই ব্যবসায়ীকে হত্যাচেষ্টা: নেপথ্যে জামিনে থাকা দুই শীর্ষ সন্ত্রাসীর আধিপত্য-চাঁদাবাজি 

তিনি আরও বলেন, এ দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। এ দায় বাংলাদেশের সবচেয়ে সুশীল, আমাদের আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যারের। তিনি যদি এটাকে অ্যালাও না করে তাহলে এই সন্ত্রাসীগুলো কীভাবে জামিন পেয়েছে? আমরা জানতে চাই।

Advertisement

শরিফ বলেন, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা সন্ত্রাসীদের কেন জামিন দেওয়া হয় তা আমরা জানতে চাই। আমরা আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই তিনি কত কোটি টাকার প্রলোভনে, সামনে নির্বাচনে কোন পদের আশায় এমনটা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাবির আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ।

এমএইচএ/এমএইচআর/জিকেএস

Advertisement