খেলাধুলা

তিন পেসারের একাদশে আবু জায়েদের অভিষেক

জাগো নিউজের পাঠকেরা ২৪ ঘণ্টা আগেই জেনে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশ দলের প্রথম টেস্টের একাদশ। বুধবার ম্যাচের টসের সময় সেই একই একাদশ জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের সবুজ ঘাসের উইকেটে তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ। যেখানে ৮৮তম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে পেসার আবু জায়েদ চৌধুরীর।

এছাড়া কার্যত তিনজন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। লিটন কুমার দাশ, মুশফিকুর রহীম ও নুরুল হাসান সোহানের প্রত্যেকেই উইকেট কিপিং করতে তবে সিদ্ধহস্ত। তবে এই ম্যাচে গ্লাভস হাতে দেখা যাবে নুরুল হাসানকেই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাশ, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট, ডেভন স্মিথ, কিরন পাওয়েল, শাই হোপ, রোস্টন চেজ, শেন ডাওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিনস ও শ্যানন গ্যাব্রিয়েল।

এসএএস/এমএস