জাতীয়

হজযাত্রী প্রশিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন কাল

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি হজ মওসুমে হজ গমনেচ্ছু হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে শুরু হচ্ছে।

Advertisement

চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। কর্মশালায় দেশের ৬৪ জেলা (ঢাকা ও চট্টগ্রামে হজযাত্রী বেশি থাকায় অতিরিক্ত ২টি) থেকে মোট ৬৬টি টিম অংশগ্রহণ করবে। প্রতিটি টিমে ৬ জন করে প্রশিক্ষক থাকবেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেইন মঙ্গলবার রাতে জাগো নিউজকে জানান, প্রশিক্ষকরা প্রশিক্ষণ গ্রহণ শেষে জেলায় ফিরে গিয়ে স্ব স্ব জেলার হজযাত্রীদের হজসম্পর্কিত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবেন।

তিনি জানান, ছয় সদস্যের প্রশিক্ষণ টিমে জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি প্রশিক্ষক সমন্বয়ের দায়িত্ব ও ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক সহযোগী প্রশিক্ষণ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া ধর্মীয় বিভিন্ন দিক তুলে ধরে একজন মুফতি ও একজন মাওলানা, স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে একজন অভিজ্ঞ চিকিৎসক ও একজন হাব প্রতিনিধি থাকবেন।

Advertisement

আশকোনা হজক্যাম্পে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স সমন্বয়ক ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সমন্বয়ক সহায়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রশিক্ষণ প্রদান বিষয়ে অবহিত করবেন ইসলামী ফাউন্ডেশনের মুফতি, যুগ্ম সচিব (হজ), আশকোনা হজক্যাম্প পরিচালক, ইমাম ও সেনাবাহিনীর একজন চিকিৎসক যিনি গত বছর চিকিৎসক দলের একটি টিমের প্রধান ছিলেন।

মোহাম্মদ আনোয়ার হোসেইন বলেন, ইতিপূর্বে কখনও এমন পরিকল্পিতভাবে হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানে প্রথমে প্রশিক্ষকদের ও পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের মাধ্যমে জেলা পর্যায়ে হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ ছিল না। প্রশিক্ষণ প্রদানের জন্য ইতোমধ্যেই ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে।

আগামীকাল (৬ জুন) প্রথমদিনের প্রশিক্ষণে ১৬টি জেলার ১০২ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। জেলাগুলো হলো নরসিংদী, গাজীপুর, শরিয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা (২টি), মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

৭ জুন ১৬ জেলার ১০২ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। জেলাগুলো হলো সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম (২টি), কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান।

Advertisement

৮ জুন রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৯৬ জন অংশগ্রহণ করবেন। রাজশাহী বিভাগের জেলাগুলো হলো সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ। রংপুর বিভাগের জেলাগুলো হলো পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম।

৯ জুন খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার ৯৬ জন অংশগ্রহণ করবেন। খুলনা বিভাগের জেলাগুলো হলো যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুড়া, খুলনা ,বাগেরহাট ও ঝিনাইদাহ।

বরিশাল বিভাগের জেলাগুলো হলো ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর,বরিশাল, ভোলা ও বরগুনা।

এমইউ/বিএ