দেশজুড়ে

নামাজরত অবস্থায় বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী সদরে তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. তারেক (৩৫) নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।

নিহত তাসলিমা বেগম জালিয়াল গ্রামের ওবায়দুল হকের স্ত্রী। তার ছেলে জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় আটক মো. তারেক একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত তাসলিমা বেগম রোজি জালিয়াল গ্রামে বাবার বাড়িতে একা বসবাস করতেন। সোমবার রাতে ঘরের দরজা খোলা রেখে এশার নামাজ পড়ছিলেন তিনি। এসময় কেউ এসে তার মাথায় কোপ দিয়ে চলে যায়। পরে বাড়ির লোকজন বিছানার মধ্যে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, তাসলিমা বেগমের ঘরসহ ওই বাড়িতে এর আগে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। কেউ ঘরে চুরি করতে ঢুকলে তাসলিমা দেখে ফেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

Advertisement