জাতীয়

রোজায় সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পরিবর্তন

দেশে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পবিত্র রমজান মাসে সাময়িকভাবে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত গ্রহণ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

Advertisement

সরকারি এ সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সিএনজি স্টেশনকে প্রতিদিন উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়।

পেট্রোবাংলার জনসংযাগ বিভাগের ব্যবস্থাপক তারিকুল ইসলাম খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিসমূহের ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

গ্রাহক তথা জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৩ মে রাজধানীর বিদ্যুৎ ভবনে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এমইউ/বিএ

Advertisement