কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দেলনরত শিক্ষার্থীরা বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে করজোড়ে অনুরোধ দয়া করে মাত্র পাঁচ বছরের জন্য এই মেধাবীদের নিয়োগ দিয়ে দেশসেবার সুুযোগ দিন। এ সময়ের মধ্যে এ মেধাবীরা দেশকে উন্নত দেশে পরিণত করে দেখাবে।’
Advertisement
তারা বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পরও কোটার নামে মেধাবী শিক্ষার্থীদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার ফলে জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ বিলম্বিত হচ্ছে।’
আন্দোলনকারীরা বক্তব্যদানকালে জানান, কোটার বৈষম্য দূর করতে প্রয়োজনে আত্মহত্যা করতে বাধ্য হবেন তারা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান গেয়ে সকলকে চাঙ্গা করছেন।
এর আগে রোববার বেলা ৩টা ৫ মিনিট থেকে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। চাকরিতে কোটা পদ্ধতি বিলুপ্ত না করে যৌক্তিক সংস্কারের দাবি করছে তারা। অবরোধে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
Advertisement
এমইউ/বিএ/আরআইপি