আইন-আদালত

৩৩ লাখ মামলার বোঝা নিয়ে বিচারবিভাগ চলছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ৩৩ লাখ মামলার বোঝা নিয়ে বিচারবিভাগ চলছে। মামলার জট কমিয়ে আনা বিচারকদের অন্যতম চ্যালেঞ্জ। বিচারবিভাগ আধুনিকায়নের কাজ চলছে।

Advertisement

রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষক ইনস্টিটিউটে (জেটি) বিচারকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থনীতিকে বেগবান করতে আইনের শাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসডিজি অর্জনে বিচারবিভাগকে ভূমিকা পালন করতে হবে। ন্যায় বিচারের দ্বার যেন সবার জন্য উন্মুক্ত থাকে তা নিশ্চিত করতে হবে।

আইনমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে আমাদের যে কর্মপরিকল্পনা রয়েছে সেখানে বিচার বিভাগকেও বিশেষ ভূমিকা পালন করতে হবে। আইনের শাসন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষার পাশাপাশি দেশের উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে আইন বিভাগের গুরুত্ব অপরিসীম।

Advertisement

এমইউএইচ/এনএফ/পিআর