অমর একুশে বইমেলা ২০১৮ শেষ হয়েছে। এবারের মেলায় অন্য যেকোনো বারের মেলার চেয়ে বিক্রিতে রেকর্ড করেছে। বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারের মেলায় বই বিক্রি হয়েছে প্রায় ৭০ কোটি ৫০ লাখ টাকার।
Advertisement
বুধবার সন্ধ্যা ৬টায় বইমেলার মূলমঞ্চে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য প্রকাশ করেন মেলার সদস্য সচিব জালাল আহমেদ।
এ সময় তিনি বলেন, গতকাল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি মোট এক কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকার বই বিক্রি করেছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি যুক্ত করলে বলা যায় যে, এবার বইমেলায় মোট ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
Advertisement
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এমএইচ/এএসএস/বিএ