ভারতের গুজরাট প্রদেশে গত ২৪ ঘণ্টায় সোয়াইন ফ্লুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৪৩ জনের মৃত্যু হলো।
Advertisement
রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্র জানিয়েছে, গুজরাটের বিভিন্ন এলাকায় পাঁচজনের দেহে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তর বলছে, গত তিনদিনে সোয়াইন ফ্লুতে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার নতুন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে আরো ১৫২ জন। গুজরাট সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সোয়াইন ফ্লুতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখনও পর্যন্ত এ রাজ্যে ৩ হাজার ৪শ ৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
টিটিএন/আইআই
Advertisement