‘মিরপুরের সাংবাদিক খাল বন্ধ। ১০ ফুটের খাল আজকে দুই ফুট। গভীরতা কমে বিভিন্ন খালের জলাধার বন্ধ। এই খাল তো আমি পরিষ্কার করতে পারব না। কারণ এটা মেয়রের ডিপার্টমেন্ট না।’
Advertisement
এমনই মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সমাধানের উপায় জানতে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক লাইভ সূত্রে এ তথ্য জানা গেছে।
আনিসুল হক বলেন, ‘গত সপ্তাহে আমরা কো-অর্ডিনেশন মিটিং করেছি। ওয়াসা বলেছে মেয়রকে দায়িত্ব দিয়ে দাও। আমরা বলেছি, আমরা দায়িত্ব নিতে চাই। কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করা আর এই কাজ শুরু হওয়া অনেক সময়ের ব্যাপার। সুতরাং ওয়াসাকে এখনই ইমার্জেন্সি এই খালগুলোর গভীরতা বাড়াতে হবে। এছাড়া পানি সরানোর কোনো রাস্তা নেই।’
Advertisement
পুরো রাজধানী জলাবদ্ধতার শিকার হয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘টোটাল শহরই বন্ধ হয়ে গেছে। কাল-পরশুর মধ্যে সমাধান হবে না। আমরা যে এলাকায় ড্রেন বানিয়েছি সে এলাকায় পানি ওঠে না। এখনো অনেক ড্রেন বানাচ্ছি। এ এলাকায় আগামী বছর পানি কমে যাবে।’
মেয়র বলেন, ‘আমরা আশা করি বৃষ্টি আরও কম হোক। মেয়রের হাতে আসলে কোনো জাদু নেই। কারও হাতেই কোনো জাদু নেই। যেভাবে আমরা খাল বন্ধ করে রেখেছি সেখানে মেয়র কী করবে? মেয়রের হাতে তো ক্ষমতা নেই দখলকারীদের তুলে দেয়ার।’
‘আমাদের হাতে যে সময় আছে যতটুকু সম্ভব কাজ করব।’
এএ/এসএইচএস/আরআইপি
Advertisement