‘অপহৃত’ লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের সন্ধানে খুলনায় অভিযান চালাচ্ছেন র্যাব ৬-এর সদস্যরা। সোমবার বিকেলে এ অভিযান শুরু হয়।
Advertisement
খুলনায় র্যাব ৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর শিববাড়ী মোবাইল টাওয়ারে ফরহাদ মজহার সর্বশেষ কথা বলেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। এ কারণে কেডিএ সংযোগ সড়কে তল্লাশি চৌকি বসিয়ে সব যানবাহন তল্লাশি করছেন। একই সঙ্গে বেশ কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ফরহাদ মজহারের যে নম্বর দিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন বর্তমানে তা বন্ধ। তাকে উদ্ধারে অভিযান চলছে।
ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে মর্মে সোমবার দুপুরে রাজধানীর আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ফরিদা আক্তার।
Advertisement
অভিযোগ সূত্রে জানা গেছে, ভোর ৫টার পর থেকে তার (ফরহাদ মজহার) কোনো খোঁজ মিলছে না। সকালবেলা কে বা কারা ফোন করে। নিচে নামা মাত্র তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর তার স্ত্রীর কাছে ফোন আসে ৩৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে।
আরএআর/আরআইপি