শিক্ষা

অধিভুক্ত কলেজের ব্যাপারে নীতিমালা প্রণয়নের দাবি

অধিভুক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ভূক্তভোগী কলেজগুলোর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

Advertisement

বক্তারা বলেন, সদ্য জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া ঢাকা শহরের ঐতিহ্যবাহী সাতটি কলেজ- ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ এবং সরকারি বাংলা কলেজের চলমান সংকট নিরসনের দাবিতে ২১ মে ঢাবি ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করার পরও কোনো সাড়া পাইনি।

তারা আরও বলেন, ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশিত না হওয়ায় অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারলেও একই বর্ষের এই ৭ কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারছে না। কিছুদিনের মধ্যে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এ অবস্থা চলতে থাকলে এ সব কলেজের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

বক্তারা বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন সেগুলোর মধ্যে রয়েছে- অধিভুক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়ন এবং প্রকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ এবং ক্লাস পরিচালনার জন্য আলাদা আলাদা ভবনের ব্যবস্থা গ্রহণ প্রভৃতি।

Advertisement

এতে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব, ঢাকা কলেজের শিক্ষার্থী শাহিন হোসেন,সরকারি তিতুমীর কলেজের রাশেদ মাহমুদ, ইডেন মহিলা কলেজের জাকিয়া হোসেন সুমাইয়া প্রমুখ।

এএস/এমআরএম/আরআইপি