জাতীয়

ইরানি প্রতিনিধিদলকে গণহত্যার বর্ণনা দিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

ঢাকা সফররত ইরানের সংসদীয় প্রতিনিধিদলকে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে পাকিস্তানি হানাদারদের গণহত্যার বিষয়ে বর্ণনা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Advertisement

মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধিদলের সাক্ষাতকালে এসব বিষয় বর্ণনা করেন তিনি।

গণহত্যার বিষয়টি স্মরণ করিয়ে প্রতিনিধি দলকে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বে প্রপাগান্ডা চালিয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন পেতে বাংলাদেশের বেগ পেতে হয়েছে। পাকিস্তান গণহত্যা চালিয়ে ৩০ লাখ নিরীহ জনগণকে হত্যা করেছে।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রত্রায় ইরানের বন্ধুত্বপূর্ণ সার্বিক সহযোগিতা কামনা করেছেন আ ক ম মোজাম্মেল হক।

Advertisement

সংসদীয় ব্যবস্থা আছে এমন দেশগেুলোর সংসদ সদস্যদের (এমপি) সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে অংশগ্রহণকারী ইরানের প্রতিনিধিদলটি মুক্তিযুদ্ধ বিয়ষক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের সংসদীয় প্রতিনিধি গোলাম অপলী জাফারজাদারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি।

এ সময় ইরানীয় যুদ্ধের ইতিহাস ও যুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনা সংরক্ষণ এবং যোদ্ধাদের বিষয়ে দেশটির সরকারের নেয়া কার্যক্রম সম্পর্কে ধারণা অর্জনের জন্য মোজাম্মেল হককে ইরান সফরের আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মাহমুদ রেজা খান ছাড়াও ইরান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এফএইচএস/এমএমএ/এএইচ/এমএস