টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের তিনটি বাসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
Advertisement
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষ্মণের বাধা এলাকায় বাস ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার, ১০টি স্মার্টফোন ছিনতাই করে নিয়ে যায়।
Advertisement
এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী ঘাটাইল থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আগামি করা হয়েছে।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের এখনো গ্রেফতার দেখানো হয়নি।
আরও পড়ুন টাঙ্গাইলে শিক্ষা সফরের ৩ বাসে ডাকাতির ঘটনায় মামলাতিনি আরও বলেন, পুলিশের একাধিক দল ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে। তথ্যপ্রযুক্তি ও তথ্যদাতাদের মাধ্যমে আসামি শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৪টার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশ্যে রওয়ানা দেন। ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষ্মণের বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাস থামায় একদল ডাকাত। পরে ১০-১২ জনের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এসময় যাত্রীদের কেউ ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ যাওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যায়।
Advertisement
ডাকাতরা দেড় লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার ও ১০টি স্মার্টফোন নিয়ে গেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার। এসময় কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।
এসআর/জিকেএস