জাতীয়

ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে

ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করার দাবিতে সমাবেশ করেছে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।

Advertisement

একই সঙ্গে দ্রুত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা প্রশাসনে বহাল তবিয়তে থাকা আওয়ামী লীগের দোসর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।

সমাবেশে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের ১৬ বছরে এমপিও শিক্ষকরা বঞ্চিত। আমরা ভেবেছিলাম এ সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন। কিন্তু তা না করে এ সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন। শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনো আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছেন। যারা ঘুস দুর্নীতির মাধ্যমে বদলি-পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছেন।

Advertisement

তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আসন্ন ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে। মাসের ১ তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এমপিও শিক্ষক-কর্মচারীদের সরকারি চাকরিজীবীদের মতো একই হারে চিকিৎসা ভাতা, বাড়িভাড়া দিতে হবে। একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।

সেলিম ভুঁইয়া আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, প্রায় ৯০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ফাইল আটকে রয়েছে। এ সরকারের সাত মাস পার হলেও এখনো অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়নি। অবলিম্বে এ কমিটি গঠন করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের তাদের প্রাপ্য টাকা অবসরের দিনই তা পরিশোধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

এএএইচ/এমকেআর

Advertisement