সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সাত সদস্যের শপথ হবে আগামী রোববার (২ মার্চ)। এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পিএসসি সূত্র এ তথ্য জানায়।
Advertisement
নাম প্রকাশ না করে পিএসসির এক কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২ মার্চ নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে সাতটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাতজনকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগ পাওয়া সাত সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম ফরহাদ উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।
Advertisement
এএএইচ/এমআইএইচএস