ফরিদপুরে আকলিমা বেগম সোনিয়া (৩১) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
নিহত সোনিয়া ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আব্দুল ওহাব শেখের মেয়ে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি এলাকার আব্দুল খালেক বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস (৪১) ও একই উপজেলার মোহনপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. আনিছুর রহমান (৩২)।
Advertisement
রায় ঘোষণার সময় মো. আনিছুর রহমান অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি ফোন পেয়ে সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুরের ভাড়া বাড়ি থেকে বের হন গৃহবধূ আকলিমা বেগম সোনিয়া। এর একদিন পর ২০ সেপ্টেম্বর ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল ওহাব শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
এন কে বি নয়ন/এএইচ/জিকেএস
Advertisement