খেলছিলেন রাজার মত। ব্যাট চালাচ্ছিলেন সাহসী যোদ্ধার তরবারির মত। রান আউট না হলে নিউজিল্যান্ডের মাটিতে তার হাত ধরেই প্রথম জয়ের দেখা মিলতে পারতো। হিরো বনে যেতে পারতেন সাব্বির রহমান। কিন্তু হঠাৎ এক রান আউটে সর্বনাশ। সেই না পারার দুঃখ কি পোরাচ্ছে সাব্বিরকে ? শেষ ম্যাচের আগে কি ভাবছেন রাজশাহীর এ উদ্যমী ও উচ্ছল যুবা? খুব জানতে ইচ্ছে করছে তাই না ? তাহলে শুনুন, আগামী কালকের ম্যাচের আগে সাহসী সাব্বিরের ভাবনা, `আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। তৃতীয় ওয়ানডেতে চেষ্টা করব সেসব কাজে লাগিয়ে ভালো খেলতে।` আগের দুই মাচের প্রসঙ্গে টেনে সাব্বির বলেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব ভালো ব্যাটিং করেছিলাম। তবে কালকের ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। অনেক বড় সুযোগ পেয়েছিলাম। সিরিজে সমতা আনার চেষ্টা করে সম্ভাবনাও তৈরি করেছিলাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি।’ আপনার সামনে নায়ক বনে যাবার সুযোগ ছিল। তা কি মাথায় এসেছিল ? সাব্বিরের জবাব, `হিরো হওয়ার চিন্তা করিনি। চিন্তা করেছি কিভাবে ম্যাচটা জেতানো যায়। কিভাবে যত তাড়াতাড়ি সামনে নিয়ে যেতে পারা যায় ম্যাচটাকে। ’ সাব্বিরের উপলব্ধি, খারাপ ব্যাটিংয়ের কারণেই দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। `ব্যাটিং খারাপ করাতেই হয়তো কাল হেরে গেছি। এর আগের ম্যাচে আমরা ২৬০-২৭০ করেছিলাম। উইকেটও কাল ভালো ছিল। চেষ্টা করব এই ভুল যেন আর না হয়।’ সাব্বিরের শেষ কথা, `এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। একটা ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজ বাকি আছে। আমরা চেয়েছি যেন নিউজিল্যান্ডের মাটিতে এসে কিউইদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে খেলতে পারি।’এআরবি/এমআর/এমএস
Advertisement