অর্থনীতি

সর্বোচ্চ ১৪১ করদাতা পাচ্ছেন ট্যাক্স কার্ড

সর্বোচ্চ করদাতা ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দিচ্ছে সরকার। ‘জাতীয় ট্যাক্স কার্ড  নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে আটটিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেয়া হবে। এ লক্ষে টেক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।জানা গেছে, কর দাতার সংখ্যা বাড়ানো এবং নাগরিক কর প্রদানে উৎসাহিত করতে সেরা করদাতা হিসাবে ব্যাবসায়িদের পাশাপাশি ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, তরুণ, খেলোয়ার, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সাংবাদিক, মহিলা চাকরিজীবী, অভিনয় ও কন্ঠশিল্পীসহ ১৮টি বিভাগে এবার এ কর পুরস্কার প্রদান হবে।অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) উপসচিব (কর-২) মো. জিল্লুর রহমানের স্বাক্ষরিত এ গেজেটে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য পর্যায়ের ৮ জন করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়ার সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৮ নভেম্বর জারি করা নতুন নীতিমালায় মোট ১০টি ধারা ও ৩৬টি উপধারা সংযুক্ত করা হয়েছে।নীতিমালা অনুযায়ী প্রতি অর্থবছর আগের কর বছরে পরিশোধিত আয়করের ভিত্তিতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য করদাতা জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স কার্ডের জন্য মনোনীত হবে।এছাড়া ট্যাক্স কার্ডধারীরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।এমইউএইচ/আরএস/আরআইপি

Advertisement